সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পরিষ্কার বার্তা চায় বিএনপি। দলটি মনে করছে, সরকারের আট মাস পেরিয়ে গেলেও নির্বাচন ঠিক কবে হতে পারে এ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়সীমার কথা বলা হচ্ছে তাতে নির্বাচন নিয়ে জনমনে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ অবস্থায় সরকারের ভাবনা এবং নিজেদের অবস্থান জানাতে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবির বিষয়ে অনড় থাকবে বিএনপি। পাশাপাশি এ ব্যাপারে দ্রুত সুনির্দষ্টি রোডম্যাপের ঘোষণাও চাইবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা ও সুনির্দষ্টি রোডম্যাপ নিয়ে ‘নেতিবাচক’ ধারণা পেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি।