শিরোনাম

ঈদ মাতাতে মন্দিরাকে নিয়ে হাজির হচ্ছেন শুভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এ অভিনেতা।

এমন চড়াই-উতরাই মুহূর্ত কাটানোর পর হঠাৎই আরিফিন শুভকে অ্যাকশন অবতারে দেখে চমকে গেলেন সবাই। এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা, তা স্পষ্ট হলো সামাজিক মাধ্যমে একটি ট্রেইলার প্রকাশ্যে আসার মধ্য দিয়ে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ট্রেইলার রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মনে। আর এ নিয়ে চলছে নানা আলোচনা। ট্রেইলার দেখার পর দর্শকদের দাবি— এবার একটা সুপার-ডুপার কামব্যাক হতে চলেছে অভিনেতা আরিফিন শুভর।

আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ফিরছেন শুভ। যেখানে এই অভিনেতার বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

এরপর থেকেই অধীর আগ্রহে আছেন ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ, যেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন অবতারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top