চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা পাওয়া ঘিরে তৈরি হওয়া নাটক থামছেই না! দিন যত গড়াচ্ছে, তত বিভিন্ন দিকে মোড় নিচ্ছে তা। এবার এই নাটকের নতুন পর্বে যুক্ত হলেন তামিম ইকবালসহ বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার। এই ইস্যুসহ গত কয়েক মাসের বেশ কয়েকটি ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর নাখোশ তারা। সেসব নিয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন তারা। সেখানে নেতৃত্ব দেওয়া তামিম পরে সাংবাদিকদের কাছে বললেন, হৃদয়ের আবার নিষিদ্ধ হওয়াটা হাস্যকর।
শুক্রবার দুপুরে মিরপুরের একাডেমি ভবনে প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করেন প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের ক্রিকেটাররা। এরপর তামিমের নেতৃত্বে তারা বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ড প্রধান ফারুকের সঙ্গে। সেখানে আরও উপস্থিত ছিলেন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু।
বিকালে সভা শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের শাস্তি নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম। পাশাপাশি কিছুদিন আগে প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) যেভাবে প্রকাশ্যে তদন্ত কার্যক্রম চালিয়েছিল সেটা নিয়ে মুখ খোলেন তিনি। তাছাড়া, সবশেষ বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্তাধীন ১০ ক্রিকেটারের নাম গণমাধ্যমে চলে আসা নিয়েও কথা বলেন। প্রতিটি ইস্যুতে বিসিবিকে কাঠগড়ায় তুলেছেন তামিম।