শিরোনাম

আনচেলত্তি কার? ব্রাজিল না রিয়ালের?

মৌসুমের ইতি টানতে এখনো বেশ কিছুদিন বাকি। নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের শিরোপা, বার্সেলোনাও জিতেছে কোপা দেল রে। একের পর এক শেষ হচ্ছে শিরোপার লড়াই। কিন্তু এর ফাঁকেই অদৃশ্য এক দড়ি টানাটানিতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফুটবল দল। সেটাও আবার কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে। সপ্তাহখানেক ধরে চলছে দুই বোর্ডের মন–কষাকষি। শেষ পর্যন্ত কোন দিকে ভিড়বেন ইতালিয়ান কোচ?

জীবনের ৬৫ বসন্ত কাটিয়ে ফেলেছেন কার্লো আনচেলত্তি। সামনের জুনে পা দেবেন ৬৬ বছরে। পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন ফুটবলের পেছনে। ভালো খেলোয়াড় নাকি ভালো কোচ হতে পারেন না—এমনটা মনে করেন অনেকেই। অথচ আনচেলত্তি সেই মিথ এমনভাবে ভেঙেছেন যে তাঁর খেলোয়াড়ি জীবনের অর্জন বেমালুম ভুলে যান অনেকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা আছে তাঁর ঝুলিতে, আছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগও। এমন অভিজ্ঞ কোচকে দলে পেতে কে না চায়? ব্রাজিল জাতীয় দলও তাই মুখিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top